স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে : রাজবাড়ীর সদর উপজেলার খানখাপুরের ছোট ও বড় ব্রিজের মাঝামাঝি স্থানে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় মাহেন্দ্রের ৫ যাত্রী নিহত হয়েছে।
এঘটনায় আহত হয়েছেন ৩জন। ১২ জানুয়ারী রোববার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের নায়ের আলী শেখের স্ত্রী মোছা: রাশিদা বেগম (৩৫), মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মোছা: তাসলিমা আক্তার (১৫), গোয়ালন্দ উপজেলার তোরাপ শেখের পাড়া এলাকার মোস্তফা শেখ (৪০), ফরিদপুরের ঝিলটুলি এলাকার রফিকুল ইসলাম নান্নুর ছেলে কলেজ ছাত্র রিফাত (২২) ও মহাসিন (৩৫)।
আহতরা হলেন গোয়ালন্দ উপজেলার আনিস মহুরীর ছেলে অমিত হাসান (২২), গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের প্রফেসর শহিদুল ইসলাম (৫৫) ও সুমন শেখ (৩৪)। গুরুত্বর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে যশোর-বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের ছোট ও বড় ব্রিজ এর মাঝা মাঝি এলাকায় মাহেন্দ্রে থ্রি হুইলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫জন যাত্রী নিহত হয়। এরমধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা ছিলেন।
এঘটানায় গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ওসি মোঃ মাসুদ পারভেজ জানান, বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীন-লাইনের একটি পরিবহন ও দৌলতদিয়া থেকে রাজবাড়ীগামী একটি মাহেন্দ্র থ্রি হুইলার খানখানাপুর ছোট ও বড় ব্রিজের মাঝা মাঝি এলাকায় মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৫জন যাত্রী নিহত হয়। নিহত সবাই মাহেন্দ্রোর যাত্রী। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।