স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী সদর উপজেলার ড. আবুল হোসেন কলেজ সংলগ্ন সিরাজুম মুনির মডেল মাদ্রাসার হেফজু বিভাগের রাফি নামের ৮ বছর বয়সী শিশু ছাত্রকে পিটিয়ে আহত করেছে তারই তিন সহপাঠি। আহত রাফি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রাফির মা মৌসুমি আক্তার জানান, বুধবার বিকেলে পড়া শেষে অন্য ছাত্রদের সাথে ঘুমাতে যায় রাফি। এ সময় রাফি না ঘুমালে ওই মাদ্রাসার শিক্ষক আলী হোসেনের নির্দেশে হাফিজ, রায়েজিদ ও নাফিজ রাফিকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমি খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা করা হয়।তিনি শিক্ষক সহ যে ছাত্ররা জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, আমার শিশু ছেলেকে এভাবে অমানবিক ভাবে পিটিয়ে আহত করেছে যাতে আর কোন মায়ের সন্তানকে এভাবে নির্যাতনের শিকার হতে না হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্র্তব্যরত চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম জানান, মারপিটের শিকার ওই ছাত্রকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে তবে এখন তিনি কিছুটা ভালো আছেন।
রাজবাড়ী থানার এসআই মেজবাউদ্দিন জানান, এ ব্যাপারে আহত রাফির মা মৌসুমী আক্তার একটি লিখিত অফিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জঢ়িত সন্দেহে হাফিজ, রায়েজিদ ও নাফিজকে আটক করা হয়েছে।