স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণ শেষ হয়। সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৬ টি তে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।বাকি ৮ টি তে স্বতন্ত্র ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা জয় লাভ করেছেন।
সোমবার(২৭ ডিসেম্বর) সকালে প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা মো.মাসুদুর রহমান। এর আগে রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ১২৭ টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
ভোট গননা শেষে বেসরকারি ভাবে যারা নির্বাচিত হয়েছেনঃ মিজানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত টুকু মিজি (নৌকা),চন্দনী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুর রব (নৌকা), শহীদওহাবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নুরমোহাম্মদ ভুইয়া (নৌকা),খানগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত শরিফুর রহমান সোহান (নৌকা),এছাড়াও বানিবহ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে শেফালী বেগম (নৌকা)।
বরাট ইউনিয়নে কাজী শামসুদ্দিন স্বতন্ত্র (আনারস),পাঁচুরিয়া ইউনিয়নে মজিবর রহমান রতন স্বতন্ত্র (আনারস),খানখানাপুর ইউনিয়নে এ কে এম ইকবাল হোসেন স্বতন্ত্র (চশমা),দাদশী ইউনিয়নে দেলোয়ার শেখ দেলো স্বতন্ত্র (আনারস),বসন্তপুর ইউনিয়নে জাকির সরদার স্বতন্ত্র (মোটরসাইকেল), সুলতানপুর ইউনিয়নে আশিকুর রহমান স্বতন্ত্র (ঘোড়া),আলীপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক স্বতন্ত্র (আনারস),রামকান্তপুর ইউনিয়নে রাজীব মোল্লা বাবু স্বতন্ত্র (মোটরসাইকেল)।