স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর সদরের বাগমারা সাগর এগ্রো ফুড ফ্যাক্টরির এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল, ৫০০গ্রাম গাজা, ২৯০০শত পিস ভারতীয় “Vitamin D3 Injection” সহ ৪মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
৩০ সেপ্টেমবর সোমবার দুপুরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসি মোঃ ওমর শরীফ ও ইন্সপেক্টর মোঃ জিয়ারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃত হলো, মোঃ অহিদুজ্জামান রুবেল(২৫), খোদেজা বেগম (৫০) এদের দুজনের বাড়ি আন্দুলবাড়িয়া, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়।কুষ্টিয়া জেলার দৌলতপুরের মোঃ দাউদ মিস্ত্রী (৩৫), রাজবাড়ীর সদর উপজেলার কোলারহাট এলাকার মোঃ রায়হান হোসেন রাব্বি (১৯)।
আসামীদের সকলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক ও স্পেশাল পাওয়ার এ্যাক্টে ভিন্ন ভিন্ন মামলা দায়ের করা হয়েছে।