স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: দুর্গা পুজাঁ উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পুজাঁ মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ১২ অক্টোবর সন্ধ্যায় পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২২টি পূজা মন্ডপে মন্ডপে গিয়ে নগদ ৫হাজার টাকা ও এক বস্তা চিনি আতপ চাল বিতরণ করেন পৌরসভার জনপ্রিয় মেয়র আলমগীর শেখ তিতু।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র- ১কাউন্সিলর শেকর চক্রবতী, কাউন্সিলর মেয়র মোঃ জহির রাজ, কাউন্সিলর মোঃ হাসান, কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ সুজন , কাউন্সিলর মোঃ পলাশ, মহিলা কাউন্সিলর ফারর্জানা ডেজিসহ আরো অনেকেই।
মেয়র বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সে ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে গতবছরের চে এবছর ১হাজার টাকা বৃদ্ধি করে ৫হাজার টাকা দেওয়া হয়েছে।এর মধ্যে ৫শত টাকা ঠাকুরের জন্য।এছাড়াও সব ধরণের সহায়তা প্রধান করা হবে।