স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: ১৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। ১১জুন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এর মধ্যে রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন দিলসাদ বেগম।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত ওই আদেশ এ বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দিলসাদ বেগম (১৫১৩৯)কে রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে।
ওই আদেশে আরো ১৯ জন বিসিএস (প্রশাসন) কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
গাজীপুর, ফরিদপুর, পাবনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী, বাগেরহাট, যশোর, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ঝালকাঠি, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও বরগুনায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।