1. [email protected] : editor : Meraj Gazi
  2. [email protected] : admin :
  3. [email protected] : zeus :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন

১০ নারী দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬৩ পঠিত

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশে নবজাগরণ ঘটেছে। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নারীর স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের ক্ষেত্রে দেশ অনেকদূর এগিয়ে গেছে। দীর্ঘদিন দেশ শাসন করে বিশ্বের শীর্ষ নারী শাসকদের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে সবখানে সমান তালে।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। পদ্মাপাড়ের ছোট্ট জেলা রাজবাড়ী। বিশ্ব নারী দিবসে রাজবাড়ীতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, তথ্য অফিস এবং জেলা পরিষদসহ ১০টি দপ্তরের বিভিন্ন পদে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ১০ নারী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর দায়িত্ব পালন করছেন সুবর্ণা রাণী সাহা , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটির) দায়িত্ব পালন করে আসছেন মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর দায়ীত্ব পালন করছেন জয়ন্তী রূপা রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়ীত্ব পালন করছেন আম্বিয়া সুলতানা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন মার্জিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি)‘র দায়ীত্ব পালন করছেন নূরজাহান আক্তার সাথী, সিনিয়র সহকারী কমিশনারের দায়ীত্ব পালন করছেন রুবাইয়া ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্ব পালন করছেন বিলকিস আফরোজ,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়ীত্ব পালন করছেন আলিফ নূর, রাজবাড়ী তথ্য অফিসের তথ্য অফিসার হিসেবে দায়ীত্ব পালন করছেন রেখা।

অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহা চুয়াডাঙ্গা জেলায় জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩০ তম ব্যাচে উর্ত্তীর্ন হয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২১ সালের জুলাই মাসের ১১ তারিখ থেকে রাজবাড়ীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)‘র দায়ীত্ব পালন করছেন জয়ন্তী রূপা রায় ঝালুকাঠী জেলায় জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩০ তম ব্যাচে উর্ত্তীর্ন হয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২১ সালের আগস্ট মাসের ২১ তারিখ থেকে রাজবাড়ীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা যশোর জেলায় জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১তম ব্যাচে উর্ত্তীণ হয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২৩ সালের জানুয়ারী মাসের ১৮ তারিখ থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়ীত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়। তিনি তার আগে বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেছেন ২বছরেরও বেশি সময়।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা যশোর জেলায় জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১তম ব্যাচে উর্ত্তীণ হয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২২ ডিসেম্বর মাসের ৫তারিখ থেকে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

সিনিয়র সহকারী কমিশনার রুবাইয়া ইয়াসমিন, সাতক্ষীরা জেলায় জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৫তম ব্যাচে উর্ত্তীণ হয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২৩ সালের ফেব্রুয়ারী মাস থেকে (১. এল এ শাখা, ২. জেনারেল সার্টিফিকেট শাখা, ৩. অর্পিত সম্পত্তি সেল) সিনিয়র সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

রাজবাড়ী সদর সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী কিশোরগঞ্জ জেলায় জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৭তম ব্যাচে উর্ত্তীণ হয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২২ সালের ডিসেম্বর মাসের ৫তারিখ থেকে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

রাজবাড়ী তথ্য অফিসার রেখা টাংঙ্গাইল জেলায় ১৯৮৫ সালে জন্ম নেওয়া এই নারী দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২১ সাল থেকে তথ্য অফিসার হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ-পরিচালক আলিফ নূর দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২২ সালের অক্টোবর মাসের ৬ তারিখ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ মাগুড়া জেলায় ১৯৬৮ সালে জন্ম নেওয়া এই নারী দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ২০২২ সালের নভেম্বর মাস থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

জেলার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনতা তৈরি করতে এই ১০ নারী অগ্রনী ভূমিকা পালন করে চলছে।

রাজবাড়ী পৌরমেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, অসাধারণ কাজ করছেন রাজবাড়ী জেলার ১০ নারী কর্মকর্তা। এখন সর্ব ক্ষেত্রেই নারীরা অংশগ্রহন করে দেশ জাতির জন্য কাজ করে যাচ্ছে। আমাদের রাজবাড়ীতে ১০নারী প্রশাসনের বিভিন্ন দপ্তরে কাজ করে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি নারীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও জেলার শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, কৃষিসহ বিভিন্ন দফতর সফলতার সাথে পরিচালনা করছেন এই ১০ নারী কর্মকর্তা। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোকে সততার সাথে বাস্তবায়ন করে সরকারকে সহযোগিতা করছেন। ঘুষ ও দুর্নীর্তিমুক্ত দেশ গড়তে সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই জাতীয় আরো খবর
June 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2013 Todaybangla24
Theme Customized BY LatestNews