স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর গেট বাজার এলাকা থেকে ১শত পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ।
২৭ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আশিক শিকদার (২৮) সে -সূর্যনগর দয়ালনগর গ্রামের মৃত রহিম শিকদের ছেলে।
রাজবাড়ী জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর শরীফ জানান, আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। তারই অংশ হিসেবে এসআই মোঃ মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ সূর্যনগর রেল গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ আশিক শিকদারকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার ওজন ১০ গ্রাম যার মূল্য অনুমান ৩০,০০০টাকা। উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বিধি মোতাবেক জব্দ করেন।
এ ঘটনায় ২৮ আগস্ট মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।