স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ সদ্য প্রয়াত স্ট্যাম্প ভেন্ডার মোনয়ার হোসেন খোকনের আত্মার মাগফিরাত কামনা করে ০১ জুলাই সোমবার বাদযোহর মিলাদ ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের উদ্যোগে তাদের কার্যালয়ে এ বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে রেজাউল ইসলাম মিন্টু, নাসিমূল হক রনি, স্টেম ভেন্ডার মোঃ মমিন, মোঃ পান্না মিয়া সহ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলদ মাহফিলে অংশগ্রন করেন।
দলিল লেখক মোঃ নাসিমূল হক রনি জানান, সদ্য প্রয়াত স্ট্যাম্প ভেন্ডার মোনয়ার হোসেন খোকনের বাবা ও ছিলেন, একজন দলিল লেখক। খোকন খুবই ভালো মানুষ ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তার এমন অকাল মত্যু আমাদের সকলকেই ব্যাথিত করেছে।
মোনয়ার হোসেন খোকন (৩৫)
সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মৃত আবুল হাশেম মোল্লার ছেলে।