স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: বর্তমানে বাংলাদেশের প্রায় সকল জেলায় গ্রাস করেছে মরণঘাতী করোনা ভাইরাস। বাঙ্গালীজাতী মরণঘাতী করোনা ভাইরাস এর আক্রমনের আতংকে দিনযাপন করছে। আর এর মধ্যে সবচে বেশি কষ্টের মধ্যে দিন পার করছে গরীব অসহায় খেটে খাওয়া মানুষ গুলো। আজ তাদের দু বেলা খাবারও জুটছে না কপালে। এই দুর্যোগময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল ইসলামের উদ্যোগে কৈজুরী গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগীতায় কৈজুরী,বানিয়ারী,হাজরাখালী গ্রামের ৫০টা পরিবার কে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক প্যাকেটে ৫ কেজি চাল,ডাল,লবন,আলু,সাবান,তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদি রয়েছে।
রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মোঃ নাসির উদ্দীন সরদার এবং বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম পরিশ্রমী ছাত্রনেতা ইঞ্জিঃরেজাউল করিমের সার্বিক পরামর্শে আর্থিক সহযোগিতা করেন- মোকলেছুর রহমান(দুবাই), রুহুল আমিন(সৌদিআরব), রমজান(সৌদিআরব), সেলিম(বাহরাইন), মাসুদ(দুবাই), মিজান(মালয়েশিয়া)।
সার্বিক সহযোগিতা করেন- জাহিদ, মেহেদী, দুর্জয়, আপন, আলামিন, রাহিদুল, সোহেল, মুন্নু, বাধন, অন্জন, সোহাগ, ফারদেস, সুমন, জুলহাস সহ এলাকার যুব সম্প্রদায়।
প্রবাসী সূর্যসন্তানেরা বলেন, আমরা প্রবাসে এসেছি পরিবারের জন্য, দেশের জন্য, দেশের মানুষ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। দেশের বিত্তবান মানুষের এই দুর্যোগময় মূহুর্তে সকল অসহায়দের পাশে দাঁড়ানো দ্বায়িত্ব।
ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম বলেন- ইঞ্জি: রেজাউল করিম আমাদের তরুণ প্রজন্মের অহংকার, তিনি আমাদের সকল ভালোকাজের জন্য সবসময়ই মোটিভেট করেন, তার অনুপ্রেরণা আমাদের ছাত্রসংগঠনকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।
ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম আরো বলেন- প্রবাসীরা আমাদের দেশের অহংকার, আমাদের সম্পদ, তাদেরকে ছোট করে দেখার উপেক্ষা নেই। বিশ্ববাসী আজ ভালো নেই, আল্লাহ সবাইকে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মাফ করুন।