স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: “দেশের ক্লান্তি লগ্নে রাজবাড়ী জেলা পুলিশের তৈরি হ্যান্ড স্যানিনিটাইজার ও মাস্ক আজ মিজানপুর ইউনিয়নের বাগমারা ও মরজ্জতকোল গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের দারে দারে গিয়ে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ও ভাইরাস প্রতিরোধে সচেতন করে চরেছে মানবিক রাজবাড়ীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দান সাকিব রাফি।
শুধু তাই নয় মানবিক রাজবাড়ীর পক্ষ থেকে রেল স্টেশনে থাকা কর্মহীন মানুষের মাঝে খাবার বতরণ সহ সকল সামাজিক কাঝে নিজেকে সব সময় ব্যবস্থ রাখে তরুন এই সমাজ কর্মী।
এবিষয়ে মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান ও সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম বলেন, রাফি হলো একজন মানবিক সম্পর্ন মানুষ যার মধ্যে রয়েছে অসম্ভব মানবিকতা। যে কোন মানবিক কাছে তাকে পাওয়া যায়। করোনা ভাইরাসের এমন পরিস্থিতেও রাফি বসে নেই যখন যে খানে ডাক পায় সেখানেই সে ছুটে যায়। বাড়িয়ে দেয় মানবিক হাত। তার এই মানবিকতায় মুগ্ধ রাজবাড়ীর সকল শ্রেণীর মানুষ।আশা করবো রাফি তার এই মানবিকতা আ-জীবন ধরে রাখবে।
রাফির পিতা বলেন আমার ছেলে রাফি সব সময় ব্যস্ত থাকে। ওকে এমন ব্যস্ত দেখে প্রশ্ন করলাম কি ব্যপার তুমি এত বস্ত থাকো কেন সারা দিন করটা কি.? প্রথমে আমি ওকে বলতাম যে এই বস্ততা টুকু পড়াশুনায় দাও তাতে কাজে দিবে। বা এভাবে ছুটে চলতে নিষেদ করতাম একজন বাবা হিসেবে ছেলের ভবিষৎ চিন্তা করে। কিন্তু এখন দিক আমার ছেলে যে কাজ করছে তাতে সমাজ ও সমাজের অসহায় মানুষের কল্যাণে লাগছে। তাই আমি বাবা হিসেবে গর্ববোধ করি যে রাফি আমার ছেলে।ওর সকল এমন ব্যস্ততায় আমি সহযোগিতা করার চেষ্টা করি।