স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডে: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সুজাত হোসেন ২৪ নামে যুবকে কুপিয়ে হত্যার ঘটনায় গোয়ালন্দ থানায় মামলা।
২৭ আগস্ট ইনম শেখ (২৪) নামে এক যুবককে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে নিহতের মা রাবেয়া খাতুন।
নিহত সুজাত দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাদত মেম্বার পাড়া গ্রামের ডাঃ আলী নুর শেখের ছেলে। মামলার এজারকৃত আসামী হত্যাকারী ইমন শেখ (১৮) নামের এক যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে একই গ্রামের হাসান শেখের ছেলে।
উল্লেখ্য ২৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় সুত্রে জানা গেছে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের বাম পাশে সাহাদৎ মেম্বারের গ্রামের যাওয়ার পথে ইমন, সুজাত হোসেনকে এলোপাথারি কোপাতে থাকে এ অবস্থায় এলাকাবাসী এগিয়ে আসলে ইমন পালিয়ে যায়। এলাকাবাসী সুজাত শেখকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়েন্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরো বলেন, ইমন ও নিহত সুজাত এর মধ্যে দীর্ঘ দিন মাদক সহ বিভিন্ন বিষয়ে ঝামেলা চলছিল। সে কারনে ই এই হত্যার ঘটনা ঘটেছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজাত ও ইমনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কিছু আগে ইমনকে সুজাত ইমনকে মারপিট করে। এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট বাইপাস সড়ক এলাকায় ইমন সুজাতকে কুপিয়ে জখম করে। হত্যাকান্ডে জড়িত ইমন কে আসামী করে নিহতের মা একটি হত্যা মামলা করেছে। তিনি আরো বলেন, এঘটনায় হত্যাকারী ইমন কে গতকাল ২৬আগস্ট সন্ধ্যায় আটক ও রক্ত মাখা ছুড়ি উদ্ধার করা হয়েছে।