স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।।
আজ মঙ্গলবার ১৯ অক্টোবর সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাজবাড়ী জেলার সকল ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
মতবিনিময় সভায় কুমিল্লার নানুয়া দিঘীর পাড়ের একটি পূজামণ্ডপে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি রাজবাড়ীতে যেন কেউ এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সে ব্যপারে সকল ধর্মীয় নেতাদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে কাজী ইরাদত আলী বলেন, পূজামণ্ডপে কোরান শরীফ অবমাননা করা হয়েছে -এমন কাহিনী ছড়িয়ে দিয়ে যেভাবে পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে, তা গভীর ষড়যন্ত্রমূলক। অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে নানা গুজব ছড়িয়ে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। এবারও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে পূজামণ্ডপে হামলা করা হয়েছে। যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি সম্পর্কে সতর্ক থাকা এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রাজবাড়ীবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।।