মঙ্গলবার ০২ আগস্ট সন্ধ্যায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মরহুম এড. ওয়াজেদ আলী চৌধুরীর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও ২আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সফিকুল আজম মামুন, এডঃ ওয়াজেদ আলী চৌধুরীর ছেলে গোলাম মোস্তফা চৌধুরী (রন্টু), জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, যুব মহিলা লীগের সভাপতি মীর মাহাফুজা খাতুন মলি, যুব লীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ শফিকুল হোসেন সফিক।
বক্তারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর সহচর রাজবাড়ীর গন মানুষের নেতা, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এড. ওয়াজেদ আলী চৌধুরীর রাজনৈতিক কর্মকাণ্ড উপর আলোচনা করেন।