স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ মিসেস রাবেয়া পারভীন রাজবাড়ী জেলার মহিলা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কতৃক সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন ।
২০২০-২১ সালের অর্থ বছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ কর পরিশোধের জন্য।রাজবাড়ী জেলার সর্বোচ্চ মহিলা করদাতা হিসেবে ,মিসেস রাবেয়া পারভীন মনোনীত হন ।
আয়কর মেলা শেষে । ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত “ বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা প্রদান” অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন মিসেস রাবেয়া পারভীনের পক্ষে তার কন্যা কাজী ত্রিশা ।
“রাজবাড়ী ফিলিং স্টেশন” ও “কাজী ফিলিং স্টেশন”এর সত্ত্বাধিকারী এবং তিনি রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সহধর্মিনী । রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর মা।