স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়, স্কাউট ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা পরিবেশনা করে মনমুগ্ধকর ডিসেপ্লে।
পড়ে শান্তির প্রতীক পায়রা ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলসাদ বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সহকারী প্রধান শিক্ষক জোবায়রা জহুর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক পদ্দুত কুমার দাস। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপশি শিক্ষক-কর্মচারী, সাবেক ছাত্র ও অভিভাবকরাগণ অংশ গ্রহন করেন।
প্রতিযোগিতা শেষে বিকালে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেওয়া হয়।