স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ৭৩তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষেরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।
এসময় আরোও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল ,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব সহ জেলা, পৌর, থানা এবং কলেজ ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।