স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত।
২৩সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন।
জেলা তথ্য অফিসার তাহামিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এড. এম দাদুল হক বিশ্বাস, নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান, পরিবার পরিকল্পনা উপ পরিচালক গোলাম মো: আজম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।