1. [email protected] : editor : Meraj Gazi
  2. [email protected] : admin :
  3. [email protected] : zeus :
বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার যুবলীগ চেয়ারম্যান পরশের রোগ মুক্তি কামনায় সোহেল রানার উদ্যোগে দোয়া মাহফিল রাজবাড়ীতে যুবলীগ চেয়ারম্যান পরশের রোগ মুক্তি কামনায় সাবেক ছাত্র লীগ নেতার উদ্যোগে মিলাদ ও দোয়া মাফিল অস্বচ্ছল পরিবারের মাঝে শারদ উপহার মিজানপুরে ৬টি দূর্গাপূজা মন্ডপে ইউনিয়ন পরিষদের আর্থিক সহায়তা অস্ত্র-গুলিসহ পৌর কাউন্সিলর ও তাঁর সহযোগী গ্রেফতার রাজবাড়ীর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১, সদস্য পদে ১২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লতিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলম স্টোর দোকানঘর-উদ্ধার করতে ভাইবোনের অবস্থান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১১৮ পঠিত

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী বাজারের ঐতিবাহী আলম স্টোর-দোকানঘর জবর দখলের চেষ্টার অভিযোগে সদর থানায় লিখিত দেওয়ায দোকান মালিককে মৃত্যুর হুমকী দিচ্ছেন পতিপক্ষরা অভিযোগ ভুক্তভোগীর।

শহরের পাচঁতলা মোড়ে ১৯৬২ সালে স্থাপিত আধুনিক রেডিমেট পোশাকের দোকান আলম স্টোর।এই দোকানটি পরিচালনা করতেন ততকালীন সময়ে খোরশেদ আলম। তার মৃত্যুর পরে দুই পুত্র জাহিদুল আলম ও রাসেদুল আলম ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

এক সময় রাসেদুল আলম ঢাকায় চলে যান। সে সুবাধে জাহিদুল আলম একাই দোকন পরিচালনা করতো।কিন্তু হঠাত করে জাহিদুল আলম অন্য ভাই বোনদের না জানিয়ে গোপনে দোকানঘর অন্য এক পক্ষের কাছে ভাড়া দিয়েছেন। রাসেদুল আলম ও তার অন্য ভাই বোনেরা বিষটি জানার পরে দোকান ঘরে গত ০৩-০৮-২০২২ ইং তারিখে তালা ঝুলিয়ে দেন। এর পরে তার মেঝ ভাই জাহিদুল আলম ও তার সহযোগী কয়েকজন রাসেদুল আলমকে ঘর থেকে বের করে দিয়ে তালা ভেঙ্গে দোকান জবর দখল করেন।

সর্ব শেষ আজ ০৭ আগস্ট রবিবার বেলা ১২টায় রাসেদুল আলমসহ ৫ভাই বোন দোকান ঘরের সামনে অবস্থান নেন। পরে পূণরায় দোকান ঘরে তালা মেরে ও ওয়েলডিং করে আটকিয়ে দিয়েছেন তারা।

এ বিষয়ে সদর থানায় একাধিক  লিখিত অভিযোগ করেন। অভিযোগ কারি রাশিদুল আলম কে ১ জন পৌর কাউন্সিলর সহ কয়েকজন ভয় ভিতি দেখাচ্ছে বলে অভিযোগ রাশেদুল আলমের।

বেস কয়েক দিন যাবত শহরের মধ্যে এই দোকানঘর নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।যে কোন মুহুর্তে বড় ধরনো ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

রাশেদুল আলম  থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমাদের পৈত্রিক ব্যাবসা প্রতিষ্ঠান আলম ষ্টোর, ০৩/০৮/২০২২ ইং তারিখ আনুমানিক সন্ধা ০৭.৩০ মিনিটে আমি দোকানে যাওয়ার পর মঞ্জু এবং সালাউদ্দিন সহ আরও কয়েকজন মিলে আমাদের দোকান থেকে আমাকে জোর পূর্বক তারিয়ে দেয়

ও আমাকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। আমি প্রাণনাশের আশঙ্কায় আছি।

বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান, বাজারের মধ্যে একটি দোকান ঘর নিয়ে পারিবারিক ল ঝামেলা চলছে। এবিষে এক পক্ষ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই জাতীয় আরো খবর
October 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
© All rights reserved © 2013 Todaybangla24
Theme Customized BY LatestNews