মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী টুডে: ৩০ নভেম্বর শুক্রবার বিকালে শহীদ খুশী রেলওয়ে ময়দানের কার্যলায় রাজবাড়ী সোনালী অতীত ক্লাবের আয়োজনে সাবেক কৃর্তি ফুটবলার খেলোয়ার মরহুম এনায়েতুর রহমান মনার স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সোনালী অতীত ক্লাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যাপক এ কে আজাদ হাসানের এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আকরামুজ্জামান চৌধুরী,আলাউদ্দিন মিয়া,সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান মিয়া, ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট আহমেদ আলী বাটু, সদস্য ও সাবেক কৃর্তি খেলেয়ার রোকনউদ্দীন চৌধুরী এবং মরহ্নমের পুত্র মেহদী হাসান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সাহাদত হোসেন সাহা,বক্তারা সাবেক এই কৃর্তি ফুটবল খেলেয়ার মরহ্নম এনাতুর রহমান মনার বর্নাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করে। পরে তার আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আরাফাত হোসেন।