স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে : রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কাউন্সিলরদের সমর্থনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন রমজান আলী খান ও সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান।
আজ ০৮ ডিসেম্বর রবিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সদর উপজেলা আ:লীগের সম্মেলনে তাদেরকে পুন:রায় নির্বাচিত করেন নির্বাচিত নেতা কাউন্সিলরগণ। ৮ডিসেম্বর সকাল ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী আগত কাউন্সিলর ভোটারদের উদ্দেশ্যে প্রথমে সভাপতি পদ প্রার্থী হিসেবে রমজান আলী খানের নাম প্রস্তাব করেন। সকল কাউন্সিলররা রমজান আলীকে পূণরায় সভাপতি হিসেবে সমর্থন করেন। পরে সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে ওহিদুজ্জামানের নাম উপস্থাপন করেন। কাউন্সিলর সবাই ওহিদুজ্জামানকেও সমর্থন করেন। সে সময় অন্যকোন প্রার্থী না থাকায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম আনুষ্ঠানিক ভাবে সভাপতি হিসেবে রমজান আলী খান এবং সাধারণ সম্পাদক হিসেবে ওহিদুজ্জামানের নাম ঘোষনা করেন।
সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন উদ্বোধক হিসেবে রাজবাড়ী ১আসনের এমপি কাজী কেরামত আলীর নাম থাকলেও তাকে মঞ্চে দেখা যায় নি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ২আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আব্দুস সোবহান, আব্দুস সাত্তার মিয়া, এড: গণেশ নারায়ন চৌধুরী, যুগ্ম সম্পাদক সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি এড: উজির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড: শফিকুল হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল।