স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: হালনাগাদ নিরুপিত তালিকাভূক্ত ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথসভায় জানানো হয় রাজবাড়ী সদর উজেলায় এপর্যন্ত ৫৪০টি ভূমিহীন পরিবার ঘরসহ জমি পেয়েছে। আগামী ২২ তারিখে আরো ৩৫টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হবে।রাজবাড়ী জেলায় মোট ২হাজার ৪১২টি পরিবারের মাঝে ঘর স্থান্তর করা হয়েছে।
আগামী ২২ মার্চ ২০২৩ তারিখে রাজবাড়ী জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত অর্থাৎ “ক” শ্রেণির পরিবারমুক্ত জেলা হিসেবে ঘোষণা মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ বুধবার সকাল ১০.০০ টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।ঐদিন রাজবাড়ী সদর উপজেলায় আরো ৩৫টি ঘর প্রদান করা হবে।
যৌথসভায় উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জয়ন্তী রুপা রায়, সদর উপজেলা চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, সদর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ২২মার্চ বুধবার ২০২৩ তারিখে রাজবাড়ী সদর উপজেলায় আরো ৩৫টি গৃহহীন পরিবারের মাঝে ৩৫টি ঘর তৈরীর কাজ শেষের দিকে রয়েছে।শুধু ঘরই নয় ঘরের সাথে প্রত্যেককে মুরগী,সার, বীজ,স্বাস্থ্য সেবা সহ জীবনমান উন্নয়নে নানামুখী কর্মকাণ্ড করা হয়েছে।