স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ মো. শওকত হাসানকে সভাপতি এবং মো. নুরুজ্জামান মিয়া সোহেলকে সাধারণ সম্পাদক করে রাজবাড়ী জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ ১৮বছর পরে শনিবার (৪ মার্চ) রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।পরে রাজবাড়ী পৌর মিলনয়াতনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।
প্রথম অধিবেশনে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সহিদুল হক চৌধুরী রাসেল সহ কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আকবর আলী মর্জি, রেজাউল হক রেজা, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আকতার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ডা. আওরঙ্গজেব আরু, ইয়াছির আরাফাত রামিম, রেজা ই রাব্বী, আশরাফুল ইসলাম রতন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, প্রকাশনা সম্পাদক জহির উদ্দিন মিলটন, আইটি সম্পাদক শামসুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার সাহাজাদাসহ অনকেই।
সর্বশেষ ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৮ বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল জেলা যুবলীগ।
নতুন এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।