স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: ১৮জুন অনুষ্ঠিত রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন, ২০১৯ এর বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী।
ভোট কেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার সদস্য, সাধারন মানুষ, ভোট গ্রহনকারী, পোলিং এজেন্টসহ সকলের সাথে কথা বলেন। সুষ্টু ও গ্রহনযোগ্য নির্বাচন,অনুষ্ঠানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।
ভোট কেন্দ্র পরিদর্শন কালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, রাজবাড়ীতে এই নির্বাচন টাই আমার শেষ নির্বাচন।তাই এ নির্বাচন যাতে সুষ্ঠ শান্তিপূর্ণ হয় সে লক্ষে আমি সব ধরনের সকল ব্যবস্থা করেছি। আমি আজ কয়েক দিন রাতে ঘুমানোর সময়ও পাইনি।এমন ব্যবস্থার মধ্যেও যদি কেউ তার পোলিং এজেন্ট না দেয় বা কেউ না আসে তাহলে আমাদের কি করার আছে।কালুখালি উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার লক্ষে
আমি নির্বাচনের আগের দিন সারা রাত নির্বাচনী এলাকা ঘুরে বেড়িয়েছি যাতে কোন অপশক্তি এই নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।