কাজী তানভীর, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলার একমাত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ওয়েক আপ আইসিটি একাডেমির দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় শহরের খলিফাপট্টি ওয়েক আপ আইসিটি একাডেমির নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজবাড়ী জেলার কৃতি সন্তান ও একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী প্রফেসর মনসুর উল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়েক আপ আইসিটি একাডেমির চেয়ারম্যান বাংলাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এন এ এম মোমেনুজ্জামান।
অনুষ্ঠানে অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েক আপ আইসিটি একাডেমির ব্যাবস্থাপনা পরিচালক অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, পরিচালক রিজভি মাহমুদ প্লাবন, নাসিক নেওয়াজ মাহমুদ, আসাদুজ্জামান তৌফিক, প্রশিক্ষক
অনুষ্ঠানে বক্তরা বলেন, পৃথিবী প্রতিটি সেকেন্ডে ডিজিটাল হচ্ছে। হাতের মুঠোতে চলে এসেছে বিশ্ব।তাই যুগের সাথে তাল মেলেতা চাই আইসিটি বা তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান। তাই বেশি বেশি আইসিটির চর্চা করতে হবে। নিজেদের কে প্রযুক্তির সাথে মানিয়ে নিতে হবে।
পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।