স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরোলী গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে রবিউল ফকির (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের কমপক্ষে আরো ১০জন।
নিহত রবিউল ফকির বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরোলী এলাকার বকশিয়াবাড়ী গ্রামের আবুল ফকিরের ছেলে।
০৪ অক্টোবর রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জমি-জমা নিয়ে চাচাতো (ভাই একই বাড়ির) দুই পক্ষের সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে আনার পথেই রবিউল মৃত্যু হয়।
নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হাসান আলী জানান, পারিবারিক জমি নিয়ে চাচাতো ভাই সাদ্দাম ফকির এবং বশির ফকিরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। রবিবার বিকালে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আতদের মধ্যে বশির ফকির গ্রæপের ছেলে রবিউল মাথায় টেটাবৃদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে থানার উপ-পরিদর্শক মো. জাহিদকে পাঠানো হয়। এখন পর্যন্ত থানায় কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ কিম্বা মামলা পেলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
রাজবাড়ীর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসে দেখি রবিউল নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আরো ৫জন আহত অবস্থায় ভর্তি আছেন। লাশের সুরুত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।