1. [email protected] : editor : Meraj Gazi
  2. [email protected] : admin :
  3. [email protected] : zeus :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন

রাজবাড়ীর পাংশায় লালন স্মরণোৎসব ১১ ও ১২ নভেম্বর

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬
  • ৩৫৯ পঠিত

কাজী সেলিম মাবুদ, রাজবাড়ী টুডে ডট কম:

রাজবাড়ীর পাংশায় লালন সঙ্গীত চর্চা কেন্দ্রের আয়োজনে লালন স্মরণোৎসব-২০১৬ অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ নভেম্বর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম, পাংশা থানার অফিসার ইনচার্জ এস,এম শাহ্জালাল, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম ফকির প্রমুখ।

আরো উপস্থিত থাকবেন সাবেক পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাবনার সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন তোফা, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদ আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার রোটারিয়ান উত্তম কুমার কুন্ডু, সেলিম হক, সাধারণ সম্পাদক, লালন একাডেমী, কুষ্টিয়া, অসিম কুমার পাল, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমী, রাজবাড়ী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দিবালোক কুন্ডু জীবন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল মোল্লা।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় করবেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা মাহমুদ হেনা মুন্সী।

লালন স্মরণোৎসব-২০১৬ উপলক্ষে লালন মেলা, সাধুসঙ্গ ও বিভিন্ন টিভি চ্যানেলের লালন সঙ্গীত শিল্পীদের কণ্ঠে সঙ্গীতানুষ্ঠান হবে বলে জানিয়েছেন, পাংশা সঙ্গীত লালন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।

পাংশা ও আশপাশ এলাকার সকল শ্রেণীপেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছে পাংশা লালন সঙ্গীত চর্চা কেন্দ্রের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই জাতীয় আরো খবর
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
© All rights reserved © 2013 Todaybangla24
Theme Customized BY LatestNews