মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর পাংশা সরকারী কলেজ ক্যাম্পাসে তরুণ নেতৃত্বের খোজে ইয়াং বাংলার উপজেলা এ্যাক্টভিশন ও রেজিষ্ট্রেশন প্রচার প্রচারনা কার্যক্রম বুধবার ১৯ শে সেপ্টেম্বর সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
প্রচার প্রচারনা ও রেজিষ্ট্রেশন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া ও রাজবাড়ী জেলার টিম লিডার অনুপ কুমার মন্ডল, সহকারী টিম লিডার মাহিদুল ইসলাম নকিব , ইয়াং বাংলার ভলেনটিয়ার হিসেবে ছিলেন আসাদ, সুমন ,মিজান ,গালিব, সৈকত ,বাবু ,রিমু,বাসেদ, পিয়াস ,শরিফ,এবং পাংশা সরকারী কলেজের শিক্ষক বৃন্দ এবং জেলার সাংবাদিক ও শিক্ষাথীরা। দিন ব্যাপী এ কার্যক্রম উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তোমার জয় বাংলার জয় এ স্লোগান কে সামনে রেখে আগামী ৩০.৯.২০১৮ ইং তারিখ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে।