খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর সদর উপজেলার দাদশী ইউনিয়নে গলায় ওড়না পেচানো অবস্থায় মোঃ রাজিব (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩০ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ বসতঘর থেকে লাশটি উদ্ধার করে।
রাজিব দাদশী ইউনিয়নের মাধবলক্ষীকোল এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে।
দাদশী ইউপি ১নং ওয়ার্ড সদস্য আবুল সরদার জানান, রাতে কোন এক সময় বসত ঘরে রাজিব গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। কি কারণ তা জানা যায়নি। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।