স্টাফ রিপোর্টার,রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের দূর্গা পূজা উদ্যাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে চন্দনী বাসষ্ট্যান্ড এলাকায় ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং ইউনিট এ সভার আয়োজন করেন।
সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা পুলিশিং কমিউনিটি ফোরামের সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রহিম, চন্দনী ইউনিয়ন শাখা কমিউনিটি পুলিশিং ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: আকরাম হোসেন সহ প্রমুখ ।
অতিথিবৃন্দরা বক্তব্যে মাদক, জঙ্গী, ইভটিজিং ও বাল্যবিবাহ সম্পর্কে কঠোর সমালোচনা করে হুশিয়ারি দেন।