খন্দকার রবিউল ইসলাম: রাজবাড়ী টুডে: রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত মামা-ভাগ্নের শোকাহত দুই পরিবারকে ২০হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
উল্লেখ্য ২১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর গামী ট্রেনে কাটা পড়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের বাড়ইপাড়া রেলক্রসিং এলাকায় নিহত হয় মামা-ভাগ্নে।
রাজবাড়ী জেলা প্রশাসক জিনাত আরার নির্দেশে সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মানোয়ার হোসেন মোল্লা ও সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী নিহতদের বাড়িতে গিয়ে প্রত্যাক পরিবারকে ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা অনুদান দেন।