স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াসিন আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছ ডিবি পুলিশ।ডিবি পুলিশের ওসি মোঃ ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজবাড়ীর সদর থানাধীন বাগমারা গ্রামস্থ সাগর এগ্রোফুড লিঃ এর সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে ৪ টি মুখবন্ধ প্লাস্টিকের বস্তায় করে ফেনসিডিল পরিবহনের অপেক্ষায় রয়েছে। উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাইয়া অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন আলী রানা (২৮) কে ০৪ টি মুখবন্ধ প্লাস্টিকের বস্তায় করে রাজবাড়ী হতে ঢাকায় পরিবহনের অপেক্ষার সময় সংঙ্গীয় ফোর্সের সহায়তায় ৯০০ বোতল মাদক জাতীয় ফেনসিডিল সহ আটক করে রাজবাড়ী ডিবি পুলিশ।
গোপন সূত্রে এবং জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী মোঃ ইয়াছিন আলী রানা (২৮) একজন বড় মাদক চোরাকারবারী। তার নামে একাধীক মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।