ঢাকা , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
রামকান্তুপুর ইউয়িনের মোহনশাহ’র বটতলার গোল চত্বর এর উদ্বোধন রাজবাড়ীতে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ও আলোচনা সভা রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মোজাম্মেল আটক রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন বিষয়ক সাধারণ সমন্বয় সভা সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে-প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী রামকান্তপুর ইউনিয়ন ও পৌর নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল রানা। ঈদুল ফিতর’ উপলক্ষে চন্দনী ইউনিয়বাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও অনাবিল আনন্দ কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-শাহিনুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মীর সজল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকেঈদের শুভেচ্ছা কাজী ইরাদত আলীর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

রাজবাড়ীতে ২১টি পাসপোর্ট ও ৩৪০টি সরবরাহ রশিদসহ দুই দালাল গ্রেপ্তার, ‘কর্মকর্তারা জড়িত’

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: অতিরিক্ত পুলিশ সুপারের নিরর্দেশে রাজবাড়ীতে ২১টি ইন্টারন্যাশনাল পাসপোর্ট ও ৩৪০টি ডেলিভারী স্লিপ সহ দালাল হাফিজ ও মোস্তফাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী (ডিবি) পুলিশ।

পুলিশের দাবী, গ্রেপ্তারকৃত হাফিজ ও মোস্তফা এরা দুজন চিহ্নিত পাসপোর্ট অফিসের দালাল।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সমাবয় মার্কেট এর নিচ তলা মোস্তফার দোকান থেকে ২১টি পাসপোর্ট ও ২৪৮টি ডেলিভারী সিলিপ সহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রেল ষ্টেশন সংলগ্ন ডিলাক্স সুপার মার্কেট থেকে হাফিজুর রহমান নামে আরেক দালালকে ১টি পাসপোর্ট ও৯২টি ডেলিবারী সিলিপ সহ তাকে গ্রেফতার করা হয়।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রাট মোঃ কাউছার হোসেন  দুজনকেই ১মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন মানুষের নামের জন্ম নিবন্ধন,ভোটার আইডি কার্ডের ফটোকপি ২১টি পাসপোর্ট, ৩৪০টি ডেলিভারী সিলিপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো বিনোদপুর গ্রামের মোঃ হাফিজুর রহমান (হাফিজ)(৩২) ও সজ্জন কান্দা গ্রামের মোঃ মোস্তফা কামাল শেখ (৩০)।

গ্রেপ্তারকৃত হাফিজ ও মোস্তফা সাংবাদিকদের কাছে বলেন,রাজবাড়ী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত লোকদের সাথে যোগসাজসেতারা পাসপোর্ট এর কাজ করে থাকেন।

তারা আরো বলেন পাসপোর্ট অফিসে সাধারন মানুষ ফরমনিয়ে গেলে বিভিন্ন ধরনের ভুল দেখিয়ে ফাইল জমা নেই না অফিসে।

তখন সাধারন মানুষ আমাদের কাছে আসলে আমাদের মাধ্যমে অফিসে ফাইল প্রতি ১হাজার টাকা করে নিয়ে জমা নেই তখন আর কোন ভুল থাকেনা। তো আমাদেরমত দালালের দোষ কোথায়। আগে অফিসারেকে ধরেন।

হাফিজ ও মোস্তফা আরো বলেন, সাজেদুল, রাজ্জাক, মানছুর, সহিদুল সহ অফিসের কয়েক জন সহকারী আমোদের মাধ্যমে ফাইলে প্রতি ১হাজার টাকা করে নিয়ে থাকেন।

এদিকে রাজবাড়ী জেলা আঞ্চলিক পাসপোর্ট এর সহকারী পরিচালক ( ডেপুটি এ্যাসিন্টেট কর্মকর্তা) প্রবীর বড়–য়া দালালদের কথা অ-সিকার করে সাংবাদিকদের কে বেলেন,নিতাই হাফিজ বা মোস্তফা নামে কাউকে চেনেন না তিনি।তবে অফিসের অন্য কেও যদি অপরাধ মূলক কাজে জরিত থাকে তবে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ১৪ নভেম্বর নিতাইকে আজ (২৮ নভেম্বর) দালাল হাফিজ ও মোস্তফাকে গ্রেফতার করা গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে সরকারের সেবা সরাসরী পাই সে জন্য রাজবাড়ী জেলা পুলিশ দালালদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে আর দালালদের বিরুদ্ধে এ যুদ্ধ অব্যাহত থাকেবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

Meraj Gazi

জনপ্রিয় পোস্ট

রামকান্তুপুর ইউয়িনের মোহনশাহ’র বটতলার গোল চত্বর এর উদ্বোধন

রাজবাড়ীতে ২১টি পাসপোর্ট ও ৩৪০টি সরবরাহ রশিদসহ দুই দালাল গ্রেপ্তার, ‘কর্মকর্তারা জড়িত’

আপডেটের সময় : ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: অতিরিক্ত পুলিশ সুপারের নিরর্দেশে রাজবাড়ীতে ২১টি ইন্টারন্যাশনাল পাসপোর্ট ও ৩৪০টি ডেলিভারী স্লিপ সহ দালাল হাফিজ ও মোস্তফাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী (ডিবি) পুলিশ।

পুলিশের দাবী, গ্রেপ্তারকৃত হাফিজ ও মোস্তফা এরা দুজন চিহ্নিত পাসপোর্ট অফিসের দালাল।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সমাবয় মার্কেট এর নিচ তলা মোস্তফার দোকান থেকে ২১টি পাসপোর্ট ও ২৪৮টি ডেলিভারী সিলিপ সহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রেল ষ্টেশন সংলগ্ন ডিলাক্স সুপার মার্কেট থেকে হাফিজুর রহমান নামে আরেক দালালকে ১টি পাসপোর্ট ও৯২টি ডেলিবারী সিলিপ সহ তাকে গ্রেফতার করা হয়।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রাট মোঃ কাউছার হোসেন  দুজনকেই ১মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন মানুষের নামের জন্ম নিবন্ধন,ভোটার আইডি কার্ডের ফটোকপি ২১টি পাসপোর্ট, ৩৪০টি ডেলিভারী সিলিপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো বিনোদপুর গ্রামের মোঃ হাফিজুর রহমান (হাফিজ)(৩২) ও সজ্জন কান্দা গ্রামের মোঃ মোস্তফা কামাল শেখ (৩০)।

গ্রেপ্তারকৃত হাফিজ ও মোস্তফা সাংবাদিকদের কাছে বলেন,রাজবাড়ী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত লোকদের সাথে যোগসাজসেতারা পাসপোর্ট এর কাজ করে থাকেন।

তারা আরো বলেন পাসপোর্ট অফিসে সাধারন মানুষ ফরমনিয়ে গেলে বিভিন্ন ধরনের ভুল দেখিয়ে ফাইল জমা নেই না অফিসে।

তখন সাধারন মানুষ আমাদের কাছে আসলে আমাদের মাধ্যমে অফিসে ফাইল প্রতি ১হাজার টাকা করে নিয়ে জমা নেই তখন আর কোন ভুল থাকেনা। তো আমাদেরমত দালালের দোষ কোথায়। আগে অফিসারেকে ধরেন।

হাফিজ ও মোস্তফা আরো বলেন, সাজেদুল, রাজ্জাক, মানছুর, সহিদুল সহ অফিসের কয়েক জন সহকারী আমোদের মাধ্যমে ফাইলে প্রতি ১হাজার টাকা করে নিয়ে থাকেন।

এদিকে রাজবাড়ী জেলা আঞ্চলিক পাসপোর্ট এর সহকারী পরিচালক ( ডেপুটি এ্যাসিন্টেট কর্মকর্তা) প্রবীর বড়–য়া দালালদের কথা অ-সিকার করে সাংবাদিকদের কে বেলেন,নিতাই হাফিজ বা মোস্তফা নামে কাউকে চেনেন না তিনি।তবে অফিসের অন্য কেও যদি অপরাধ মূলক কাজে জরিত থাকে তবে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ১৪ নভেম্বর নিতাইকে আজ (২৮ নভেম্বর) দালাল হাফিজ ও মোস্তফাকে গ্রেফতার করা গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে সরকারের সেবা সরাসরী পাই সে জন্য রাজবাড়ী জেলা পুলিশ দালালদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে আর দালালদের বিরুদ্ধে এ যুদ্ধ অব্যাহত থাকেবে।