স্টাফ রিপোর্ট, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে ১৫ কেজি গাজাসহ গাজা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গ্রেফতার কৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার মৃত মস্তফা শেখের ছেলে শাকিল শেখ ও তার স্ত্রী কাজলী আক্তার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সজ্জনকান্দা এলাকায় গাজা ব্যবসায়ী শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী শাকিল ও তার স্ত্রী কাজলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দুজনেই জেলার পেশাদার গাজা ব্যবসায়ী। তাদের নামে একাধীক মামলাও চলামন রয়েছে।