স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুৃডে: ১৮/২৪ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
সারা দেশের নেয় রাজবাড়ীতেও ১৮ মার্চ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা দেওয়া হবে।
১৫ মার্চ রবিবার রাজবাড়ী সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান সিভিল সার্জন মোঃ নুরুল ইসলাম। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ এস এম হান্নান।
সিভিল সার্জন জানান, তিন সপ্তাহব্যাপী সারা দেশের নেয় রাজবাড়ীতেও হতে যাচ্ছে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০। এর উদ্দেশ্য, ৯ মাস থেকে ১০ বছরের নিচের সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়ার মাধ্যমে হাম-রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করা।
জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনটি দুই ভাগে পরিচালিত হবে। প্রথম ক্যাম্পেইন পরিচালিত হবে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ। সারা দেশের ১ লাখ ৭৩ হাজার ২৮৯টি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি বা সমপর্যায়ে পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।
এর মধ্যে রাজবাড়ীতে ৯মাস থেকে ১০বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২,৫০,৮৬২জন।
আর দ্বিতীয় ক্যাম্পেইনটি পরিচালিত হবে ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত। ২ লাখ ৪৪ হাজার ৪৪৪টি নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে কমিউনিটির উদ্দিষ্ট শিশু এবং যারা বিদ্যালয়ে যায় না বা প্রথম সপ্তাহে বিদ্যালয়ে টিকা নেয়নি, তাদের ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে হাম- রুবেলা ক্যাম্পেইন এর কর্মসূচি বিষয়ে প্রশ্ন করেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এড. খান মোঃ জহুরুল হক, সাধারণ খন্দকার আবদুল মতিন, রাজবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ, আর টিভি প্রতিনিধি এম মনিরুজ্জামান, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদ সহ অনেকেই।
সংবাদ সম্মেলন এ জেলায় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত প্রায় ৩০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।