খন্দকার রবিউল ইসলাম, আলামিন, রাজবাড়ী টুডে: রাজড়ীতে সামগ্রিক জনসেবার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা করেছে জাইকা।
২০ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগীতা সংস্থা জাইকার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কনভেনশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিনাত আরা।
সভায় সভাপতিত্ব করেন, বিপিএটিসি পরিচালক (যুগ্নসচিব) আবদুল বাকী।
স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.সৈয়দা নওশীন পর্ণিনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ হোসেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
কনভেনশন অনুষ্ঠানে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পের আওতায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক চিত্র, পাংশা উপজেলার রাস্তার দিক নির্দেশনা, গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের সুপেয় পানি ফুলের বাগান ও নামজারী সহ সেবাদানের বিভিন্ন পদ্ধতি উপস্থাপন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকের সক্ষমতা বৃদ্ধিসহ কৃষি বিষয়ক বিভিন্ন কর্মসূচী, শিক্ষা কার্যক্রম এর অতীত ও বর্তমানের চিত্র তুলে ধরে অালোচনা করা হয়।
কনভেনশন অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তারা অংশ নেন।