রাজবাড়ী টুডে: আনন্দ টিভি পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করেছে গণমাধ্যমকর্মীরা।
আজ শনিবার বেলা ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালিকন সময়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সুবর্না নদীর হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
তানা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। অন্যান্য সংগঠন সাংবাদিক হত্যাকান্ডে সব ধরনের সহযোগিতা এবং আন্দোলনে পাশে থাকার কথা বলেন।
আনন্দ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলামেরর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মো. জহুরুল হক, যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, জিটিভির জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান, বিজয় টিভির প্রতিনিধি শেখ মামুন, এনজিও রাস’র নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফি।
এ সময় আরটিভির জেলা প্রতিনিধি এম. মনিরুজ্জামান, প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহমেদ, দীপ্ত টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, মাছরাঙা টিভির প্রতিনিধি ইমরান হোসেন মনিম, রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, যুব লীগ নেতা মোঃ মমিন হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভপতি সামছুল সালেহীন অপুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উলেখ্য যে, সত্যের পথে অবিচল ছিলেন বলেই আজ এই নির্মম হত্যা কান্ড হয়। অতি দুত দোষিদের আইনের আওতায় আনা হওক। এই ঘটনার নিন্দা জানাই। আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজবাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক হত্যাকা-ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কয়েকজন সন্ত্রাসী নিজবাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। তারা সুবর্ণাকে হাতে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। সুবর্ণা নদী জেলার আটঘরিয়া উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক।