খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মামাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২ সেপ্টেম্বর রবিবার বিকেলে রাজবাড়ী লক্ষিকোল হরিসভা মন্দীরে আলোচনা সভার আযয়োজন করা হয়।
আলোচনা সভায় পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অশোক কুমার বাগচীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, এড: গনেশ নারায়ন চৌধুরী প্রমুখ।
আলোচনাসভা শেষে সজ্জনকান্দা হরিতলা সার্বজনিন পুজা মন্দিরের সামনে একটি বর্ণাঢ্য আনন্দ শোাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হরিসভা মন্দির গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় কৃষ্ণভক্তরা দুর্গাদেবী, হনুমান, কার্তিক গণেশ ও অসুর সেজে সজ্জিত হয়ে কৃষ্ণ বক্তরা অংশ নেন ।