স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডে: “শ্রমিক মালিক ভাই ভাই- সোনার বাংলা গড়তে চাই” এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে রাজবাড়ীতে মহান মে ১দিবস পালিত।
দিবসটি পালন উপলক্ষে ০১মে বুধবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের আ¤্রকান চত্বর থেকে একটি শ্রমিক শেভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ রাকিব খান, শ্রমিক লীগের সভাপতি রকিবুল হাসান পিন্টু, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রশিদ। এ সময় জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।