স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন করা হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ লাইন্স এ ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
দিবসটি পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ এবং মুজিববর্ষ উদযাপন সকাল ৯টায়, জেলা প্রশাসক দিলসাদ বেগমের নেতৃত্বে রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। এসময় রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী জেলা-থানা-পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে সকালে রাজবাড়ী বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন পুলিশ সুপার মিজানুর রহমান, পিপিএম (বার) প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম (সদর), অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফ-উজ-জামান (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবু তালেব সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।