স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষ্যে মুজিববর্ষ কর্ণারের উদ্বোধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে দ্বিতীয় তলায় মুজিব কর্ণারের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
মুজিব কর্ণার উদ্বোধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিংফি-এ জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বের হাসান, রীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মহসীন উদ্দীন বতু সহ সদর উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আগামী ১০জানুয়ারী বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগনণা কর্মসূচীর উদ্বোধন করা হবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যথাযত মর্যাদায় জন্মশত বার্ষিকী পালন করবে বলে জানান তিনি।