স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২০ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৪০জন সাংবাদিবদের সাথে এ ওরিয়েন্টেশন কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেস ক্লাববের সাধারণ সম্পাদক ও মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক, খন্দকার আব্দুল মতিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, দৈনিক কালের কণ্ঠ‘র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো‘র এজাজ আহাম্মেদ, দৈনিক প্রতিদিনের সবাদ ও রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, বিজয় টিভির‘র প্রতিনিধি, শেখ আলী আল মামুন প্রমুখ।
রাজবাড়ীতে আগামী ০৪ অক্টোবর থেকে জেলার ৫টি উপজেলায়, ৩টি পৌরসভা ও ইউনিয়নের শিশুদের খাওয়ানো হবে।
মতবিনিময় সভায় শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ডাঃ নুসরাত সুলতানা। তিনি জানান, ৪অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
শিশুদের মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী হলো ১৫হাজার ৯৮৭জন এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সীদের সংখা হলো ১,১৬হাজার ২৫৬জন।
ভিটমিন ‘এ’র গুরত্ব তুলে ধরে বক্তারা বলেন, ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুরা যাতে কোনোক্রমেই ভিটামিন ‘এ’ খাওয়া থেকে বাদ না পড়ে। রাজবাড়ীর বিভিন্ন এলাকায় পত্রিকা ও টিভি চ্যানেলের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে সবাই এ ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারে।
এরপর সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তর পর্বে দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, অফিসের সম্মেলন কক্ষ আধুনিক আয়ন করা, কোরনা রোগীদের আলাদা করে নমুনা সংগ্রহ করা ও রাজবাড়ী জেলায় রক্তকেনা বেচা ও এই সংক্রান্ত বেস কিছু তথ্য উপস্থাপন করেন। এর উত্তরে সিভিল সার্জন বলেন, রক্তবেচা কেনার বিষয়ে খোজ নিয়ে দেখবেন। তিনি আরো বলেন, আমি অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো এবং একই সাথে এরকম কোন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিব।”
সভায় রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।