স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই স্লোগানে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের পান্না চত্বর ঘুরে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ মোরশেদা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেনস সিভিল সর্জন মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, চেম্বার অব কমার্স‘র সহ সভাপতি মোঃ জাকির হোসেন,ভোক্তা অধিকার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান সহ অনেকেই বক্তব্য রাখেন।