আশিকুর রহমান(রাজবাড়ী টুডে): রাজবাড়ীতে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলিসহ বাবুল সরদার (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২নং কোম্পানীর সদস্যরা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল রাজবাড়ী জেলা সদরের বড় মুরারিপুর গ্রামের মোঃ আওয়াল সরদারের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদে জানা যায় রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকার জনৈক জামাল খাঁনের বাড়ির সামনে রাস্তার উপর সন্ত্রাসী বাবুল সরদার আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে মেজর আব্দুল্লাহ আল হাসানের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ওই স্থানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাবুল দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘেড়াওপূর্বক আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশী করে ১ টি বিদেশী তৈরী পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত বাবুল দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।