স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টিুডেঃ রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ২৭৭টি ভূমি ও গৃহহীন পরিবার।
সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে জেলার ৫ টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ভূমি ও গৃহহীন ২৭৭ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৫টি, গোয়ালন্দে ২ টি,বালিয়াকন্দিতে ১২০টি ও পাংশা উপজেলায় ১২০টি ঘর বিতরণ করা হবে।এ নিয়ে জেলায় ইতোমধ্যে ২৩৯৯টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
আগামী বুধবার (২২ মার্চ) এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রাজবাড়ী সদর,পাংশা ও বালিয়াকান্দি উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।এর আগে কালুখালি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা প্রশাক জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)জয়ন্তী রূপা রায়,জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.রফিকুল ইসলাম,রাজবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলামসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।