স্টাফ রিপোর্টার: রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে ঢাকাস্থ পারলিন গ্রুপের উদ্যোগে জেলা পর্যায়ে কর্মরত ৫০জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।
২৫জুন বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর প্রেসক্লাবের মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল ইসলাম হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন কর্মরত সাংবাদিকদের হাতে এ পিপিই তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি মোশারফ হোসেন, মনিরুজ্জামান, আব্দুল কুদ্দুস বাবু, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম (মজনু), রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো. শিহাবুর রহমান, সাংবাািদক ফোরামের সাধারণ সম্পাদক দেবাষিশ বিশ্বাস, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. মাহ্ফুজুর রহমান, জিটিভির মো. আশিকুর রহমান, যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ সহ প্রমুখ ।