স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: নানা কর্মসুচীর মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর ২০১৮ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থিত মুক্ত মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্প মাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যু লীগ, উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
পুষ্পমাল্য অর্পন শেষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যা লী নিয়ে শহরস্থ রেলগেট অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্প মাল্য অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আ:লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আ:লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, পৌর আ:লীগের সভাপতি এ্যাড: শেখ উজির আলী, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, যুব মহিলা লীগের স্বভাপতি মীর মাহফুজা খাতুন মলি, কানিজ ফাতেমা চৈতি, সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শহীদদের আত্বার প্রতি দোয়া কামনা করা হয়।