স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে : দূর্গাপূজা ২০১৯ উদযাপন উপলক্ষে জেলার পাঁচ উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃ্ন্দ ও সাংবাদিকদের সাথে সার্বিক আইন শৃংখলা বিষয়ক “বিশেষ মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকতার, জেলা পূজা উৎযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার প্রমুখ।এসময় ৫থানার পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, দশমীর দিন সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জন কাজ সম্পূর্ণ করতে হবে। দশমীর পর জেলার বিভিন্ন স্থানে ৫টি মন্ডপে প্রতিমা প্রদর্শন অব্যাহত থাকবে। সে সব বড় বড় মন্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা ব্যবহার এবং বাছাইকৃত স্বেচ্ছা সেবক নিযুক্ত করতে হবে। পুলিশ সদস্যরা প্রতিটি মন্ডপ পরিদর্শন করবেন। যে কোন সমস্যা সৃষ্টি হলেই দ্রুততার সাথে তা সংশ্লিষ্ঠ থানার ওসিদের অবিহিত করতে হবে। সকলের সহযোগিতায় সারদীয় দূর্গাপূজা হবে।