স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ দিব্য নৃত্য নাট্যকলা একাডেমি পরিবেশনায়,নৃত্যপরিচালক – আব্দুস ছাত্তার কালুর নির্দেশনায় -বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ” ভানু সিংহের পদাবলী ” মঞ্চস্থ হয়েছে।
২১ ‘ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুক্লা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী ১আসনের এমপি কাজী কেরামত আলী, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মোঃ রেজাউল করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অশীম কুমার পাল প্রমুখ।