স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের করোনাকালীন সময়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী ত্রাণ বিতরণে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও ত্রাণ আত্মসাতের প্রতিবাদে চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরীকে শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ) সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসষ্টান্ড এলাকায় চন্দনী ইউনিয়নের চার শতাধিক হতদরিদ্র ব্যক্তি এ মানববন্ধনে অংশগ্রহন করেন।
অন্যদিকে হতদরিদ্রদের নামের তালিকা ও ত্রাণ বিতরণে অনিয়েমের প্রেক্ষিতে ১৮ মে (সোমবার) চন্দনী ইউনিয়নের চেয়ারম্যানকে শোকজ করেছেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান। শোকজের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
মাবনবন্ধনে অংশগ্রহনকারীরা হতদরিদ্ররা বলেন, করোনাভাইরাসের সময়ে সরকারী বরাদ্দ থেকে চেয়ারম্যান ত্রাণ আত্মসাত সহ মৎসজীবীদের তালিকায় নাম থাকা সত্ত্বেও চাউল প্রদান করেননি।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামন খান বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রান বিতরণে অনিয়ম ওঠার তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তিনি অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিবেন।
অভিযোগের প্রেক্ষিতে চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরী বলেন, ত্রাণ বিতরনের অনিয়মের প্রেক্ষিতে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে শোকজ করেছেন। আমি দুই একদিনের মধ্যেই শোকজের জবাব দিব।
তবে আমার বিরুদ্ধে যে অভিযোগে মানববন্ধন করা হয়েছে এটা পরিকল্পিত। অনেকেই বিরোধীতার জন্য বিরোধীতা করে যাচ্ছে।